নজির গড়েছে তাঁর দল। এবার বাংলা এবং ভারতের ইতিহাসে নজির গড়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনাভাইরাস পরিস্থিতির জন্য এবার একেবারেই ছিমছামভাবে রাজভবনে ১০ টা ৪৫ মিনিটে শপথ নেবেন তিনি।
সামাজিক দূরত্ব এবং জমায়েতের বিষয়টি মাথায় রেখে হাতেগোনা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেব, সুব্রত মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, শতাব্দী রায়রা। তবে এখনও আসেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।