সুনামগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জুয়ারীরা হলো- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার লতারগাঁও গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মোঃ আলী (৪৫), পাশর্র্তী বাঘবেড় গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে তাজ্জত আলী (২৫), একই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে কামাল মিয়া
(২০), নুর ইসলামের ছেলে শাহ আলম (৩৫), ইউনুছ আলীর ছেলে তোফাজ্জল মিয়া (২২), মৃত জয়নাল আবেদীনের ছেলে জাকির মিয়া (২২), পাশর্^বর্তী রাঙ্গামাটি গ্রামের হরমুজ আলীর ছেলে শামসুল আলম (২৬) ও সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে সেলিম মিয়া (৭১)। আজ রবিবার (৪ জুলাই) র্যাব ৯ এর
সুনামগঞ্জ ক্যাম্পের এএসপি ওবাইন সাংবাদিকদের জানান- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের শাজাহান মিয়ার বসতবাড়িতে প্রতিদিন জুয়ার আসর বসানো হতো। এঘটনাটি জানতে পেরে র্যাব ৯ এর লে. কমান্ডার সি ন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮
জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করে গতকাল শনিবার (৩ জুলাই) রাতে বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়। বিশ^ম্ভরপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত ৮ জুয়ারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে সবাইকে কারাঘারে পাঠানো হয়েছে।