শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে পানি নিষ্কাশনের শত বছরের একটি সরকারী খাল/নালা বন্ধ করে বসতবাড়ী নির্মাণ করা হয়েছে। ওই গ্রামের মৃত জবেন আলীর পুত্র মোঃ জমশেদ আলী এ খাল বন্ধ করে বাড়ী নির্মাণ করেছে। এলাকাবাসী এ বিষয়ে ইতিমধ্যেই এর পরিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে রুবেল আহম্মেদ জানান, শতাধিক বছর ধরে ১০০ একর এর অধিক ধান চাষের আবাদী জমির উপর দিয়ে গারো পাহাড়ের পানির ঢল, বৃষ্টির পানি, বন্যার পানি চাপঝোড়া মাটিয়া মসজিদ সংলগ্ন একটি মাত্র ব্রীজের নিচের খাল দিয়ে নিষ্কাশন হয়ে থাকে।
ওই সরকারী খাল নিজের রেকর্ডভুক্ত জমি দাবি করে তার বসতবাড়ী অন্য জায়গায় থাকা সত্বেও শতবছরের খালটি সম্পূর্ণ ভাবে মাটি দিয়ে ভরাট করে বাড়ী নির্মাণ করেছে।
পানি নিষ্কাশন বন্ধ হলে প্রায় শতাধিক চাষীর জন্য ধান ও অন্যান্য ফসল উৎপাদনসহ বসবাস করা খুবই কষ্টকর হয়ে পড়বে। এলাকাবাসী এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।