অবশেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২এপ্রিল শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ঘোষিত ফলাফলে ০১নং প্রতীকে আবু সাফি ১৮০ ভোট পেয়ে ১ম, মোঃ মামনুর রশিদ ০৫নং প্রতীকে ১৭১ ভোট পেয়ে ২য়, সুবাস চন্দ্র ০৯নং প্রতীকে ১৬৯ ভোট পেয়ে ৩য় ও মোঃ
শাহিনুর রহমান ০৭নং প্রতীকে ১৪৬ ভোট পেয়ে ৪র্থ হয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মোহাম্মাদ আলী ৩৪ ভোট পেয়ে ৫ম, মোঃ উমর ফারুক ২০ ভোট পেয়ে ৬ষ্ঠ, মোঃ কালু মিয়া ১৯ ভোট পেয়ে ৭ম, মোঃ ওসমান গণি ১২ ভোট পেয়ে ৮ম ও মোঃ রকিবুল হাসান (জুয়েল) ৯ ভোট পেয়ে ৯ম হয়েছে।
নির্বাচন বিষয়ে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, এ নির্বাচনে ১লা মার্চ তফসিল ঘোষনা করা হলে প্রতিপক্ষ একরাম হোসেন শিবগঞ্জ সহকারী জজ আদালত বগুড়ায় নির্বাচন স্থগিত চেয়ে মামলা করেন।
আদালত মামলার প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে ৭দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়।
প্রতিপক্ষ কারণ দর্শানোর নোটিশ গোপন করে পুণরায় আদালতে নির্বচনি তফসিল বাতিল চেয়ে আবেদন করলে আদালত ভোট গ্রহণে স্থিতিবস্থা জারি করে। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ বগুড়া
দায়রা জর্জ আদালতে আপিল দায়ের করলে মাননীয় আদালত বিদ্যালয়ের পক্ষে নির্বাচন পরিচালনার নির্দেশ দেয়। সে মোতাবেক আজ নির্বাচন অনুুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে পুলিশ সদস্যর পাশাপাশি গ্রাম পুলিশ মোতায়েন ছিল। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই
সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩১৬জন ভোটারের মধ্যে ২১৮জন ভোটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১১টি ভোট বাতিল হয়েছে। এ নির্বাচনে ৬৮.৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।