কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই হাত না থাকলেও এসএসসি পরীক্ষা দিচ্ছে মানিক রহমান (১৫)। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও থেমে নেই তার পড়াশোনা ভরসা দুটি পা।
দুই হাত ছাড়াই জন্ম হয় মানিকের। সে ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমানের পুত্র। পেশায় মিজানুর রহমান একজন ক্ষুদ্র ঔষুধ ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষার শুরুর দিন ফুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) কেন্দ্রের ৮ নম্বর কক্ষে বাংলা প্রথম পত্রের প্রশ্নের উত্তর লেখা শেষ করে মানিক।
পরীক্ষা শেষে মানিক রহমান জানান, পা দিয়ে লিখেই জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। এ পরীক্ষায় ভালো রেজাল্ট করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় সে।
ফুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) স্কুলের কেন্দ্র সচিব মশিউর রহমান জানান, মানিকের পায়ের লেখা সুন্দর। বেঞ্চে বসে পরীক্ষা দিতে অসুবিধা হওয়ায় তার জন্য চৌকির ব্যবস্থা করা হয়েছে। তাকে ২০ মিনিট বেশি সময় দেওয়া হয়েছে।