বশির আলম, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে টঙ্গী প্রেসক্লাব।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের পর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন
সংগঠনটির সভাপতি এম এ হায়দার সরকার , সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সহ সম্পাদক রেজাউল কবির রাজিব , এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য বশির আলম,আল-আমিন
হোসেন, আরিফ চৌধুরী, জাহাঙ্গীর আকন্দ,নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান জিলানী, টিটন কুমার ঘোষ সহ অন্যান্য সাংবাদিকরা। এ সময় মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া,
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন
সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট শাহজাহান, প্রমুখ ছাড়াও
পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগ,শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে
একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ‘গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এসে নিজেরা গড়ি সামাজিক সংগঠন ধারাভাষ্য মঞ্চ থেকে বিভিন্ন দিকনির্দেশনা, কবিতা আবৃত্তি
দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।ধারাভাষ্য মঞ্চ থেকে আলোচনা শেষে শহীদানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।