শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়বেতন ও ঈদ বোনাসের দাবিতেগার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

বেতন ও ঈদ বোনাসের দাবিতেগার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

বশির আলম, টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস

লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।পরে পুলিশের অনুরোধে প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যান শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের

উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।কারখানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করার দাবি জানান

কারখানা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন-বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। প্রতিদিনের মতো আজ সোমবার সকালেও শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। পরে ফের কারখানা

কর্তৃপক্ষের কাছে গেলে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়কে অবস্থান নেন। কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, ‘শ্রমিকরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা-ময়মনসিংহ

মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে।আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।’গাজীপুর

শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকদের সড়কে থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ