শনিবার, মে ১৮, ২০২৪
spot_img
Homeবিচিত্র সংবাদশেরপুর জেলা রেজিস্ট্রারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

শেরপুর জেলা রেজিস্ট্রারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার শেরপুর। শেরপুর জেলা রেজিস্ট্রিার হেলাল উদ্দিনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধা ৭ টার দিকে শেরপুর জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, জেলা দলিল লেখক সমিতি ও নকল নবিশগণ

বিদায়ী জেলা রেজিস্ট্রার এর হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। শেরপুর প্রধান সহকারি কাশেম মোঃ ফিরুজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদায়ী জেলা রেজিস্ট্রিার হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান সহকারি ফিরুজ উদ্দিন,আবু বক্কর,হেড ক্লার্ক রৌশনারা। এ সময় বিদায়ী জেলা রেজিস্ট্রার বলেন, এই

ডিপার্টমেন্টকে  আপনাদের ডিপার্টমেন্ট হিসেবে ধরে রাখতে হলে যার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেক সাব-রেজিস্ট্রারকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। একজন গ্রাহক যখন

আপনার উপর তার কাগজপত্রগুলো দিয়ে আস্থা রাখছে, আপনি গ্রাহকের সে আস্থা সমুন্নত রাখতে আন্তরিকতার পরিচয় দিন।

আপনারা গ্রাহকের কাগজপত্র গুলো দেখে আইন সম্মতভাবে যেটা সঠিক সেভাবে দলিল লিখবেন, এর বাইরে কিছু করবেন না।দলিল লেখকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা স্থানীয় লোক আর সাব রেজিস্ট্রাররা অন্য জেলা থেকে এখানে এসে কাজ করে। আপনাদের দলিল লেখা বা কোন কাজের মাধ্যমে যেন সাব রেজিস্ট্রাররা বিব্রত না হয়।

সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ভালোবাসার মাধ্যমেই সম্পর্ক তৈরি হয়। আপনারা পারস্পরিক ভালোবাসা ও কাজ দিয়ে শেরপুর জেলার সকল রেজিস্ট্রি অফিসকে একটি পরিবেশ বান্ধব সুন্দর রেজিস্ট্রি অফিস হিসেবে গড়ে তুলবেন।এই কর্মকর্তার দাবী তিনি শেরপুরে চাকুরি করা কালিন নানা প্রতিবন্ধকতা পড়েছেন কিন্ত শত বাঁধাতেও আইনের বাইরে

যাইনি।এখানে অনেক পরিবর্তন আনা হয়েছে।কবে ব্যর্থতাও আছে।চাকুরি কালিন যুদ্ধ করেই থাকতে হয়েছে।দীর্ঘ দিন দলিল লেখকরা তাদের নিজস্ব নিবন্ধন বাবদ সরকারি টাকা পরিশোধ করলেও রহস্য জনক কারণে জমা হয়নি।বিষয়টি

অনেক বাঁধার মুখে হালনাগাদ করা হয়েছে।দলিল লেখকরা ফ্লোরে বসে দলিল সম্পাদন করতেন।সবার জন্য চেয়ার টেবিল ব্যবস্থা করা হয়েছে।দীর্ঘ দিন ধরে গতানুগতিক ব্যবস্থায় সরকারি কাজ পরিচালনা হয়েছে।এসব আধুনিক করা

হয়েছে।মানুষের হয়রাণি শেষ করা যায়নি তবে কমেছে। বিদায়ী বক্তব্যে চাকরিকালে সার্বিক সহযোগিতার জন্য জেলার সকল সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখকদের ধন্যবাদ জানান বদলি হওয়া জেলা রেজিস্ট্রার হেলাল

উদ্দিন।এই কর্মকর্তা ২০২০ সালের জুন মাসে শেরপুর জেলা সাব রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন শুরু করে ২০২৩ সালের জুন মাসে বদলি হন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ