শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাউন্নয়নের ধারা অব্যাহত থাকবে ৩৮টিপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে,যুব ওক্রীড়া প্রতিমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ৩৮টিপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে,যুব ওক্রীড়া প্রতিমন্ত্রী

বশির আলম,গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ডের ৩৮ টি প্রকল্পের রাস্তা, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগরীর গাছা অঞ্চলের কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর,গাজীপুর সিটি

করপোরেশন অঞ্চল-৩ সভাপতি, আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন মন্ডলের পরিচালনায় , উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র

এডঃ আয়শা আক্তার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল , এস এম শামীম আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ ডাঃ হাফিজুর রহমান খান, কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, জহিরুল ইসলাম হারুন সিপাই, মোঃ শাহজাহান মিয়া, শফিকুল ইসলাম শফিক, হাজী মোহাম্মদ মামুন, মোঃ জামাল খান,নবীন হোসেন,

গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, মোঃ শাহজাহান মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন সরকার সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতায় গাজীপুর ও বিভিন্ন প্রকল্পেউন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এই ধারাবাহিকতায় ৩৫ নং ওয়ার্ডে আজকে

৩৮ টি উন্নয়নকাজের সমাপ্তি করে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে যে মানুষ অত্যান্ত পরিশ্রম করেছেন তিনি এলাকারই কৃতি সন্তান এই ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সফল কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল তাকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার জন্য এ সময়

মন্ত্রী প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতায় সারাদেশে মানুষ যে সুফল পাচ্ছে তার ভুয়সী প্রশংসা করে আগামীতে সরকার ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং এদেশে কোন গৃহহীন গরিব থাকবে না সকল শ্রেণী পেশার মানুষকে একটি সামাজিক বেষ্টনীর মাধ্যমে আনা হবে। এ সময় মন্ত্রী তার বক্তব্য আরো বলেন, নেতাকর্মীরা

বেশি বেশি করে সরকার উন্নয়নের কাজের প্রচার প্রচারনার মাধ্যমে মানুষের মাঝে জানাতে হবে, নৌকায় ভোট দিলে মানুষের কোন কষ্ট থাকবে না। অনুষ্ঠান শেষে উদ্বোধনের মধ্য দিয়ে ৩৮ টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ