মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমনে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ২৬জন ও আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮জন শিক্ষার্থীসহ মোট ৩৪জনকে গতকাল সোমবার (৩১ জুলাই) রাত ৯টায় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে সবাইকে হাজির করে পুলিশ। পরে প্রাথমিক শুনানী শেষে ৩৪জনকে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক।
সুনামগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক মোহাম্মদ বোরহান উদ্দিন এই বিষয়টি নিশ্চিত করে জানান- গ্রেফতারকৃত শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা হাওড়ে বেড়ানোর নামে মূলত গোপন বৈঠক করে সরকার বিরোধী ষড়যন্ত্র করতে এসেছিল।
তাদের উদ্দেশ্যে ছিল জনসাধরণের নিরাপত্তা বিঘিœত ও জানমালের ক্ষতি সাধন করা। তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) বিভিন্ন ধারায় এসআই রাশেদুল কবীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ডিপার্টমেন্ট-মেটেরিয়ালস এন্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপের ৪র্থ বর্ষে ছাত্র, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মান্দারখিল গ্রামের আফিফ আনোয়ার (২৪),
ডিপার্টমেন্ট-মেকানিক্যাল গ্রুপের ৪র্থ বর্ষের ছাত্র,টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার তখারচালা গ্রামের বখতিয়ার নাফিস (২৫), ডিপার্টমেন্ট-ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার গ্রুপের ১ম বর্ষের ছাত্র, মাগুরা জেলার শালিখা-
আটপাড়া গ্রামের সাইখ সাদিক (২১), একই গ্রুপের ৩য় বর্ষের ছাত্র, রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর গ্রামের ফাহাদুল ইসলাম (২৩), একই গ্রুপের ২য় বর্ষের ছাত্র ও একই জেলার বেলপুকুর উপজেলার জামিয়া গ্রামের তানভির
আরাফাত ফাহিম (২১), ডিপার্টমেন্ট-নাভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ার গ্রুপের ১ম বর্ষের ছাত্র, নীলফামারি জেলার জলঢাকা উপজেলার পাইকপাড়া গ্রামের ইসমাইল ইবনে আজাদ (২১), একই গ্রুপের একই বর্ষের ছাত্র ও
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা গ্রামের সাব্বির আহমেদ (২১), একই গ্রুপের ২য় বর্ষের ছাত্র, বাগেরহাট জেলার সদরের বারাকপুর গ্রামের তাজিমুর রাফি (২০), বুয়েটের ডিপার্টমেন্ট বস্তু ও ধাতব কৌশল গ্রুপের ৩য় বর্ষের
ছাত্র, চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার রশিদার ঘোনা গ্রামের সাদ আদনান অপি (২২), একই গ্রুপের ১ম বর্ষের ছাত্র, জামালপুর জেলা সদরের পঁচাবহলা গ্রামের শামীম আল রাজি (২০), একই গ্রুপের ৪র্থ বর্ষের ছাত্র,চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা গ্রামের আব্দুল বারি (২৪), একই গ্রুপের একই বর্ষের ছাত্র, খুলনা জেলার খালিশপুর উপজেলার আনোয়ারুল্লাহ সিদ্দিকী (২৮), একই বর্ষের ছাত্র, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাচনা
গ্রামের বাকি বিল্লাহ (২৮), বুয়েটের ডিপার্টমেন্ট যন্ত্র কৌশল গ্রুপের ৩য় বর্ষের ছাত্র নওগা জেলা সদরের লোহাচুড়া গ্রামের আব্দুল্লাহ আল মুকিত (২৩), একই গ্রুপের ৩য় বর্ষের ছাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জামাদারপাড়া গ্রামের
মাহমুদুর হাসান (২২), ডিপার্টমেন্ট ইন্ডাস্টিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ২য় বর্ষের ছাত্র, ঢাকা জেলার সভার উপজেলার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা এটিএম আবরার মুহতাদী (২১), একই গ্রুপের ২য় বর্ষের ছাত্র, পাবনা জেলার
সদরের শিবরামপুর গ্রামের ফয়সাল হাবিব (২০), বুয়েটের ডিপার্টমেন্ট মেকানিক্যাল গ্রুপের মাষ্টার্সের ছাত্র, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার চিকুনীয়া গ্রামের মাহাদি হাসান (২৩), একই গ্রুপের নারায়ানগঞ্জ জেলার সোনারগাঁও
উপজেলার সাদিপুর গ্রামের ছাত্র আলী আম্মার মৌয়াজ (২৫), একই গ্রুপের মাষ্টার্স ২য় বর্ষের ছাত্র সিরাজগঞ্জ জেলার সলংগা উপজেলার টি এম তানভির হোসের (২৫), একই গ্রুপের ছাত্র ভোলা জেলার রসুলপুর গ্রামের রাশেদ রায়হান
(২৪), একই গ্রুপের মাষ্টার্স ১ম বর্ষের ছাত্র নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ফায়েজ উস সোয়াইব (২৪), ডিপার্টমেন্ট শিল্প ও উৎপাদন কৌশলী গ্রুপের ছাত্র, শেরপুর জেলা সদরের কোয়াটপাড় গ্রামের জায়িম সরকার (২১),
ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রুপের ১ম বর্ষের ছাত্র ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ছড়গড়িয়া গ্রামের হাইছাম বিন মাহবুব (২৫), ডিপার্টমেন্ট আইপিই গ্রুপের ছাত্র, সাতক্ষীরা জেলা সদরের ইটগাছা গ্রামের খালিদ আম্মার
(২১), ডিপার্টমেন্ট লেভাল আর্কিটেকচার গ্রুপের ৩য় বর্ষের ছাত্র নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী গ্রামের সাকিব শাহরিয়ার (২৩), একই গ্রুপের নওগা জেলার পতœীতলা উপজেলার গোয়াল গ্রামের ছাত্র আব্দুর রাফি
(২৫), চট্টগ্রাম জেলার বাকালিয়া উপজেলার কালামিয়ার বাজার এলাকার ছাত্র আশ্রাফ রাফি (২৫), নরসিংদী জেলা সদরের মাহমুদ হাসান (২৫), কুমিল্লা জেলার বরুডা উপজেলার বিসনু গ্রামের এহসানুল হক (২৪), বুয়েটের
ডিপার্টমেন্ট-তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল গ্রুপের ৪র্থ বর্ষের ছাত্র চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার গারাংগিয়া গ্রামের মাঈনুদ্দিন (২৪), একই গ্রুপের ছাত্র ও সিনিয়র এসিস্টেন্ট রেজিস্টার টাঙ্গাইল জেলার হতেয়া রাজাবাড়ি
উপজেলার আবু হানিফ রাইয়ান আহমেদ রাজিদ (১৭), বাগেরহাট জেলা সদরের বারাকপুর গ্রামের আনিমুল ইসলাম (১৫), নীলফামারী জেলার ডিমলা উপজেলার আব্দুল্লাহ মিয়া (১৮)।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেলারেল মোমতাজুল হাসান আবেদ বলেন- শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করার পর ঢাকা থেকে জানানো হয়েছে, তাদের সংগঠনের দু-একজন কর্মী আটক হয়েছে। তারা হাওড়ে বেড়াতে এসেছিল। কিন্তু থানায় যোগাযোগ করে তাদের কোন তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত রবিবার (৩০ জুলাই) সকাল ৭টায় জেলার তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত নৌকা ঘাট থেকে পর্যটক পরিবহণকারী একটি ইঞ্জিন চালিতো নৌকা ভাড়া নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায় বুয়েটের ৩৪জন শিক্ষার্থী।
এরপর ওই দিন বিকাল পৌনে ৩টায় শিক্ষার্থীরা হাওর ঘুরে পাটলাই নদীপথে টেকেরঘাট নিলাদ্রী পর্যটন স্পটে যাওয়ার সময় নতুনবাজার-বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সামনে পুলিশ ২টি স্প্রিডবোড নিয়ে পর্যটকের নৌকটি আটক করে।
তারপর নৌকার চালক আহাদুল মিয়া ও মহাদ্দির মিয়াসহ বুয়েটের ৩৪জন শিক্ষার্থীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাইদ সাংবাদিকদের জানান- গ্রেফতারকৃতরা সন্ত্রাসী কার্যকলাপ ও সরকার বিরোধী ষড়যন্ত্র করছিল। এজন্য তাদেরকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়।