শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeবিশেষ সংবাদঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন।

ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা

কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপর উপজেলা পরিষদ হল রুমে “সমাজসেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা

অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প

বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা

প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু,ঝিনাইগাতী মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ। সভার সভাপতি ইউএনও মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া আলোচনা

সভায় বলেন,বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের দুস্থ,দরিদ্র, অসহায়,প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক

কর্মসূচি বাস্তবায়ন করছেন।বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতাসহ ৫৪টি কল্যাণমূলক সেবা প্রদান করছেন। সভায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন

নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত এতিমখানা সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ