কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামে।
জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগম(২০) এর সাথে চার বছর পূর্বে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলী(২৭) এর বিবাহ হয়।
এরপর থেকেই যৌতুক দাবী করে বিভিন্ন সময়ে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন ২ মার্চ রাতে নিজ ঘরের ভিতর পূর্বপরিকল্পিতভাবে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তার পরিবারের লোকজন
যৌতুকের দাবীতে মাথা এবং চোখে এলোপাথারীভাবে কিলঘুষি মারিয়া গুরুতর জখম করে। এক-পর্যায়ে গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে আবারো লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে।
নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হলে উলিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড
করেন।পরে এ্যাম্বুলেন্স যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার(৩ মার্চ) উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান আতিক অভিযান চালিয়ে বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের নিজ বাড়ী থেকে অভিযুক্ত মোছা. আখি মনি(২৪) কে গ্রেফতার করেন।
এ বিষয়ে সোমবার(৪ মার্চ) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।