শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর ব্যুরো। “নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন

উপলক্ষ্যে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি)

ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীরের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান তুলে ধরে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা

পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির

সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, মহিলা নেত্রী সচিন্দা দফো প্রমুখ। আলোচনা সভায় অফিস

সহকারী আব্দুল বারী,অফিস সহায়ক ফরিদ আহমেদসহ সাংবাদিক, নারী নেত্রী,মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও বেসরকারি সংগঠন কারিতাসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে

উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ