বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
Homeবিচিত্র সংবাদবিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচীর উদ্বোধন।

বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচীর উদ্বোধন।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর ব্যুরো।”কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী  পজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে-১/২০২৪-২৫ মৌসুমে উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচীর শুভ

উদ্বোধন করা হয়েছে।১ এপ্রিল সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার

সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো.হুমায়ুন দিলদার।অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মো.আশরাফুল কবীর,উপজেলা প্রাণি

সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ,৫ কেজি, এমওপি সার ১০ কেজি এবং ডিএপি সার

১০ কেজি করে প্রদান করা হয়।উক্ত বিতরণী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ