নেত্রকোনা প্রতিনিধি,নেত্রকোনা পৌর এলাকায় ধারিয়া গ্রামে এক কৃষকের ধানি জমি জোড় পূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। গতকাল ১২ আগস্ট সোমবার সকালে এই ঘটনা ঘটে জেলা শহরের ৯ নং
ওয়ার্ডের ধারিয়া গ্রামের সাবেক নায়েব সুবল চন্দ্র বর্মনের ক্রয়কৃত ফসলী জমির উপর। বর্তমানে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে এই অবসর প্রাপ্ত ভূমি কর্মকর্তা। তার ক্রয়কৃত ভোগ দখল কৃত আবাদী ২.১৬ একর
জমি যার জে , এল ,নং ৩৩৩/২১৩,এস, এ দাগ নং ১২০,১২১,১২২ বি আর এস দাগ নং ৮১,৮২,৮৪,ও ৮৫, উক্ত জমি এলাকার দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে একই গ্ৰামের মতি চন্দ্র সরকারের ছেলে পাভেল চন্দ্র সরকার ও তার
সহযোগী মৃত জনাব আলীর ছেলে সিদ্দিকুর রহমান খান, মতিউর রহমান খান, কামাল খান সহ অজ্ঞাত অনেকের সহযোগিতায় জমিতে চাষ করতে শ্রমিক কাজ করা থাকা অবস্থায় ভয় ভীতি প্রদর্শন করে এবং
আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয় এবং সাইনবোর্ড নিয়ে যায় বলে ভিডিও সাক্ষাৎকারে জানান ভোক্তভোগী সুবল চন্দ্র বর্মন। এরি মধ্যে নেত্রকোনা জেলা আদালতে লিগ্যাল এইডে মুসলেকা দিয়ে
আসলেও পর্দার আড়ালে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন শেখ ও একই গ্ৰামের সিদ্দিকুর রহমান খানের ছেলে ওয়াসিম খান তাদের কুচক্রীমহলের যোগসাজশে ভূমি দখলের চেষ্টা করে ও মালিকানা সাইনবোর্ড নিয়ে
যায়।এতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতংক ও ক্ষোভ বিরাজ করছে।আমি ও আমার পরিবার নিরাপত্তা হিনতায় ভুগছি। ভোক্তভোগী সুবল চন্দ্র বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি আমি ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা সহ সুবিচার কামনা করছি।