বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুর এরুলিয়া পাড়ায় পরিবারের উপর অভিমান করে আখিরুল ইসলাম (১৩) নামে এক কিশোর গলায় গামছা জড়িয়ে আত্মহত্যা করেছে।
তার পিতার নাম নুর আলম আনছারি। সে পরিবারের ছোট সন্তান এবং উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
রবিবার দুপুর ২টা ৩০মিনিটের সময় বাড়ির পাশের্^ মাটেল পাতারের কলাবাগানের কুড়েঁঘরের বাঁশের সাথে গামছা গলায় জড়িয়ে সে আত্মহত্যা করে।
আখিরুল তার মা, বোন ও বড় ভাইয়ের কাছে ফ্রি-ফায়ার গেম খেলার জন্য স্মার্টফোন কেনার বায়না ধরে।তার বন্ধুদের স্মার্টফোনে ফ্রি-ফায়ার গেম খেলা দেখতে দেখতে সে স্মার্টফোনের প্রতি আসক্ত হয়।
পরিবারের পক্ষ থেকে বোরো ধান কাটামারি করে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার উপর আস্থা হারিয়ে আখিরুল সবার অগচরে আত্মহত্যা করে। আখিরুলের বড় ভাই রবিউল ইসলাম উপরোক্ত বিষয়গুলা নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।