ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে রোববার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। এ দিনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও ৪২ ফিলিস্তিনির, যা গাজায় হামলা শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।
ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববার ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে ১০ শিশু ও ১৬ নারীও রয়েছেন।
এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৫৫ শিশু ও ৩৩ নারী রয়েছে। কর্মকর্তারা আরও জানান, হামলায় এ পর্যন্ত আহত হয়েছে অন্তত ১ হাজার ২৩০ জন। এ ছাড়া বহু ঘরবাড়ি ও ভবন ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনি যোদ্ধারা গত সপ্তাহে ইসলায়েলকে লক্ষ্য করে ৩ হাজারেরও বেশি রকেট ছুড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক করে দিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিদ্যমান পরিস্থিতি চলতে থাকলে তা এই অঞ্চলের জন্য ‘নিয়ন্ত্রণহীন সংকট’ তৈরি করতে পারে।