সুনামগঞ্জে অবশেষে চালু হল ৫০ আসন বিশিষ্ট নবনির্মিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম। করোনা মহামারীর নানা উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যেই সারাদেশের ন্যায় ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এখানেও শুরু হয়েছে।
আজ সোমবার (২৪ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২২জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপতি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শুরু হয়। আর এই ভর্তি কার্যক্রম চলবে আগামী ৭ জুন পর্যন্ত।
ক্লাস শুরু হবে পহেলা আগষ্ট থেকে।
এব্যাপারে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মনোজিৎ মজুমদার বলেন- ৫০ আসন বিশিষ্ট বঙ্গবন্ধু মেডিকেল কলেজে প্রথম দিনেই ২২জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সুষ্ট ভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই অনন্দিত।