নেত্রকোনার কলমাকান্দার সীমান্তে ভারতীয় দশটি মহিষ আটক
মোঃ রিপন মিয়া কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা লেঙ্গুরা সীমান্ত এলাকায় ভারতীয় ১০টি মহিষ আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১) বিজিবি। আটককৃত মহিষের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
নেত্রকোণা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নূরুদ্দিন মাকসুদ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বিওপির সুবেদার মো: রুহুল আমীনের নেতৃত্বে ৬
সদস্যের একটি টহল দল অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত পিলার ১১৬৯/১৪ এস হতে ১০০ গজ বাংলাদেশের চকলেটবাড়ী নামকস্থান হতে এই ভারতীয় মহিষ আটক করে।