প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে তিনটি ইউপি’র মধ্যে দুইটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটি আ’লীগের প্রার্থী বিজয় লাভ করেন।
ইউনিয়ন তিনটি হলো চাঁদপুর, শম্ভুপুর ও চাঁচড়া। চাঁদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একেএম সহিদুল্যা কিরন (অটোরিক্স্রা) ১১ হাজার ৬শত ৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চাচা উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৮শত ৮৭ ভোট।
শম্ভুপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রাসেল (মোটর সাইকেল) ৬ হাজার ৯শত ৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মুঈনুদ্দিন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১শত ৬১ ভোট।
চাঁচড়া ইউনিয়নে দলীয় প্রার্থী আবু তাহের (নৌকা) প্রতীকে ৫ হাজার ৬শত ২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রিয়াদ হোসেন হান্নান (আনারস) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪শত ৬৫ ভোট। উপজেলা ৫টি ইউনিয়নের মধ্যে বাকি দুটি সোনাপুর ও মলংচড়ায় সীমা বিরোধের সাজানো মামলা থাকায় দীর্ঘ ১৮ বছর নির্বাচন হচ্ছে না।