আর তার অর্ধেকই ঢাকা বিভাগের। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৬২ জন। শনিবার ( ৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।
২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ১৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪৪ জন, রাজশাহী বিভাগে ৪২৬ জন, রংপুর বিভাগে ৫৩২ জন, খুলনা বিভাগে ৫৩৯ জন, বরিশাল বিভাগে ১৬০ জন ও সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ২০৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন খুলনা বিভাগে। ১৩৪ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩৯ জন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুলনা বিভাগে সর্বোচ্চ রোগীর মৃত্যু হচ্ছে। ১৩২ জনের মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন।
এর আগে ১ জুলাই রেকর্ড ১৪৩ জন মারা যান। এর মধ্যে খুলনা বিভাগের ছিলেন ৪৬ জন। তারও আগে গত ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার, গত ২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন
মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া মারা যাওয়া ৮৫ জনের
মধ্যে ৩৬ জন আর গত ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা। কেবল ২৬ জুন একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের ১৫ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন চারজন।