শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামসেনবাগে মৎস্য বিভাগের ভেসাল জাল বিরোধী অভিযান ১০ জাল পুড়িয়ে ধ্বংস

সেনবাগে মৎস্য বিভাগের ভেসাল জাল বিরোধী অভিযান ১০ জাল পুড়িয়ে ধ্বংস

নোয়াখালীর সেনবাগে দেশীয় প্রজাতির ছোট মাছের অবাধ বিচরণ নিশ্চিত করার লক্ষে এবং দেশীয় প্রজাতির ছোট প্রজননক্ষম মা ও পোনা মাছ রক্ষায় ভেসাল জাল বিরোধী অভিযান পরিচালনা করেছে সেনবাগ উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার দুপুর থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মন্ডল সেনবাগ থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার বিজবাগ,

মোহাম্মদপুর ও কাবিলপুর ইউনিয়নের বিভিন্ন খাল এবং ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশ্ববর্তি খালে স্থাপিত নিষিদ্ধ ভেসাল (ভেয়াল) জাল উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১০ টি ভেসাল

জালসহ জব্দ করে ও স্থাপনা ভেঙ্গে দেয়। পরে প্রকাশ্যে জনসম্মুখে জব্দ করা জালসমূহ পড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উদ্ধারকৃত পোনাগুলো পূর্নরায় খালে অবমুক্ত করা হয়।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ