শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামভাসানচরে সাগরের কুলে যুবকের লাশ উদ্বার, কারাগারে ৪ রোহিঙ্গা যুবক

ভাসানচরে সাগরের কুলে যুবকের লাশ উদ্বার, কারাগারে ৪ রোহিঙ্গা যুবক

নোয়াখালীর উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আবদুস শুক্কুর (২১) এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাসারচর থানা পুলিশ। নিহত মোহাম্মদ আবদুস শুক্কুর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আলী মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সফি উল্যাহর ছেলে ওমর হাকিম ফারুক (১৯), হাফেজ আহম্মদের ছেলে মো. সেলিম (২০) মৃত আবু তালেবের ছেলে মো. রফিক ওরফে আইয়ুব (২২)

ও জামাল হোসেনের ছেলে মো. কামাল (২৫)। গ্রেফতারকৃতরা সবাই ভাসানচর রোহিঙ্গা ক্যাস্পের বাসিন্দা। বুধবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনায় গ্রেফতার চার যুবককে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভাসানচর থানা পুলিশ।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতের বাবা আলী মিয়া বাদী হয়ে ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে,

এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। মামলার চার আসামিকে আটক করে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের বাবা আলী মিয়া অভিযোগ করেন, গত ২৬ জুলাই সকাল বেলা ৬জন ফারুক,সেলিম, আইযুবসহ

৮-১০ জন যুবক শুক্কুরকে গাছ কাটতে নিয়ে যায়। পরে গত মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ভাসানচরের উত্তর-পূর্ব এলাকার সাগরের কুলে রোহিঙ্গা দিল মোহাম্মদ শুক্কুরের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ