কুড়িগ্রামের উলিপুরে ৭০পিস ইয়াবাসহ দশটি মাদক মামলার আসামী নিরাশা হোসেন(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নিরাশা উলিপুর পৌরশহরের সরদারপাড়া এলাকার মৃত চিন্তু শেখ ওরফে রমজান আলীর পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, আবুল হাশেম,আরিফুল ইসলাম সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার সরদারপাড়া এলাকা থেকে ৭০পিস ইয়াবাসহ নিরাশা হোসেনকে আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত আসামীর আপন বড় ভাই মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ওরফে কালা ফারুক(৩৭) ও উপজেলার দক্ষিণ দলদলিয়া টাপুর কুটি এলাকার আবু বক্করের পুত্র আপছু মিয়া ওরফে হাফসু(৩২) পালিয়ে যায়।
আটক নিরাশার বিরুদ্ধে দশ(১০) এর অধিক এবং পলাতক আসামী ফারুক হোসেন ওরফে কালা ফারুকের বিরুদ্ধে ৬ এর অধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
বুধবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।