নোয়াখালীর সেনবাগে “মানুষ মানুষের জন্য, সেবাই ধর্ম সেবাই কর্ম” এশ্লোগানকে ধারন করে করোনা রোগীরদের জন্য চালু হলো বন্ধু অক্সিজেন সেবা।
বুধবার (১১ আগস্ট) সকালে সেনবাগের বিআরডিবি কার্যালয়ে একঝাক তরুন উদিয়মান ব্যবসায়ী ও সমাজকর্মীর উদ্যোগে করোনায় আক্রান্ত শ্বাস কষ্টের রোগীদের জন্য প্রতিষ্ঠিত বন্ধু অক্সিজেন সেবা সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন
করেন, উপজেলা সেনবাগ কেন্দ্রীয় সমবায় সমিতি( বিআরডিবি’র) চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান ভূঁইয়া পলাশ ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন বণিক
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন, সাইফুর রহমান কামরুল, যুবলীগ নেতা মোঃ শাহজাহান। অক্সিজেনের প্রযোজন হলে হটলাইন- পলাশ- ০১৮২৬২০৪০৬০ সুমন- ০১৭১১১৭৫২২৬,কাশেম ০১৮১৮৮৭৯৭১০, রহমান ০১৮১৮২৩৭৮৮৬। সংগঠনের লোকজন জানায় অক্সিজেরে প্রয়োজনে মোবাইল ফোনে কল দিলেই অক্সিজেন সেবা পৌছে যাবে রোগীর বাড়িতে।