বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
spot_img
Homeক্যাম্পাসতজুমদ্দিনে পল্লী সেবা সংস্থার শিক্ষা বৃত্তি বিতরণ

তজুমদ্দিনে পল্লী সেবা সংস্থার শিক্ষা বৃত্তি বিতরণ

পল্লী সেবা সংস্থার বাস্তবায়নে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভোলার তজুমদ্দিনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলার শম্ভুপুর খাসেরহাটে পল্লী সেবা সংস্থার কার্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

পল্লী সেবা সংস্থার নির্বাহি পরিচালক আলহাজ্ব ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম।

বিশেষ অতিথি ছিলেন, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক কামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সচিব মেজবাহ উদ্দিন সমরাট

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, অভিভাবক মাও. মোঃ কামাল উদ্দিন, শিক্ষার্থী মোঃ সুমন প্রমুখ। উল্লেখ্য ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ২লক্ষ ২৮ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন, প্রোগ্রাম কো-অর্ডিনের পরিতোষ বড়–য়া। এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংস্থার অডিট অফিসার তরুন কুমার দাস।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ