মোজাম্মেল আলম ভূঁইয়া, ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুনামগঞ্জ ৪ আসনের বিএনপির সাবেক এমপি এডভোকেট ফজলুল হক আসপিয়া (৮৪) মৃত্যু বরন করেছেন।
আজ বুধবার (১৫ সেপ্টেম্ভর) দুপুরে বাংলাদেশ স্পেশালাউজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুনামগঞ্জ ৪ আসনের বিএনপির
সাবেক এমপি এডভোকেট ফজলুল হক আসপিয়া দীর্ঘ ১মাস ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্ভর) দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়া সুনামগঞ্জ ৪ আসন (বিশম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ৮ম জাতীয় সংসদে তৎকালীন সরকার দলীয় হুইপের দায়িত্ব দেওয়া হয়।
মৃত্যু কালে বিএনপির সাবেক সংসদ সদস্য ফজলুল হক আসপিয়া স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।