শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধচাটখিলে ভাড়া বাসা থেকে চুরি হওয়া শিশু সাত দিন পর উদ্ধার,অভিযুক্ত নারী...

চাটখিলে ভাড়া বাসা থেকে চুরি হওয়া শিশু সাত দিন পর উদ্ধার,অভিযুক্ত নারী গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম,নোয়াখালীর চাটখিলে ভাড়াটিয়া সেজে ভাড়া বাসা থেকে চুরি করে নিয়ে যাওয়া সেই শিশু মরিয়মকে (২) সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মুন্নির বাড়ির লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নে। সে ওই ইউপির ঝাউগঞ্জ এলাকা মুসফিকের মেয়ে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড় বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে।

গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায়। কিন্তু দুপুরের দিকে কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়।

এ সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে গ্রেফতার করে।

চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত নারীকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ