বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারাদেশরাজশাহীশিবগঞ্জে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শিবগঞ্জে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথক ২টি মামলায় ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আলমগীর কবীর এ জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার নাগরবন্দর এলাকায় মুরগী বোঝাই গাড়ীতে মাস্ক ছাড়া অতিরিক্তি যাত্রী তোলার কারণে এবং শিবগঞ্জ থানা সংলগ্ন মেসার্স সুবল মহন্ততে (মনোহারীর দোকান) সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে এ জরিমান আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানীকে শর্তক করা হয়।

অভিযানে শিবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মৌলি মন্ডলসহ শিবগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও আলমগীর কবীর বলেন, লকডাউন চলাকালীন সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মানার জন্যই এ অভিাযান, এর পরও যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাপসনঃ গতকাল মঙ্গলবার শিবগঞ্জের থানা বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে শর্তক করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ