বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
spot_img
Homeগণমাধ্যমআটপাড়ায় নির্বাচনীয় আচারণ বিধি লংঘন করায় অপু উকিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ

আটপাড়ায় নির্বাচনীয় আচারণ বিধি লংঘন করায় অপু উকিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ

রতন মিয়া,নেত্রকোণা জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের ২য় ধাপে ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণা জেলাধীন আটপাড়া উপজেলার কেন্দুয়া-আটপাড়া-৩ আসনের এমপি অসীম

কুমার উকিলের সহধর্মিণী সাবেক সংরক্ষিত মহিলা এমপি ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল নির্বাচনীয় আচারণ বিধি লংঘন করায় আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের স্বতন্ত্র সকল চেয়ারম্যান

পদপ্রার্থীগণ প্রধান নির্বাচন কমিশন বরাবর ২৭-১০-২১ তাং লিখিত অভিযোগ করেন। এছাড়াও ও অনুলিপি হিসাবে নেত্রকোণা জেলা প্রশাসক, পুলিশ সুপার,নির্বাচন কমিশন বরাবর ও লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলাধীন আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দুয়া-আটপাড়া -৩ আসনের এমপি অসীম কুমার উকিলের হুকুমে ও তার সরাসরি হস্তক্ষেপে তার সহকর্মিণী সাবেক সংরক্ষিত মহিলা

এমপি অপু উকিল সরাসরি প্রত্যেক অঞ্চলে গাড়িবহর নিয়ে মারমুখী অবস্থায় উপস্থিত হয়ে বিভিন্ন সভায় বক্তব্য ও চলার পথে নির্বাচনের আচারণ বিধি লংঘন করছেন।

আটপাড়া উপজেলার শুনই, বানিয়াজান,তেলিগাতী নিবার্চনীয় জনসভায় তিনি বক্তব্যে বলেন যে, তার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে কেউ ভোট চাহিলে বা গণসংযোগ করলে তাদের কে গ্রাম ছাড়াসহ অসংখ্য মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে নিঃস্ব করে দিবে।

এমনকি নির্বাচনের দিন তাদের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে কেউ ভোট দিতে পারবেনা বলে অভিযোগ উঠেছে।
যার ফলে ৭টি ইউনিয়নের সাধারণ ভোটারগণ অসহায় দিশেহারা ও মানসিক ভাবে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকির ফলে নিরাপত্তার অভাব ও আতঙ্কে রয়েছে।

আরও উল্লেখ যে, ভোটাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি সহ এমপির অনুদান দেওয়ার অঙ্গিকার করছেন।যাহা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী , তাদের এমন আচারণের ফলে নির্বাচন চলাকালীন সময়ে যেকোন সময় দাঙ্গা হাঙ্গামা সহ আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটানোর আশংকা রয়েছে।

অত্রাবস্থায় আটপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে এমপি অসীম কুমার উকিলের সহধর্মিণী সাবেক এমপি অপু উকিলের সরাসরি প্রচারণায় অংশ থেকে বিরত রাখা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান অভিযোগকারী সকল স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীগণ।

এ অভিযোগের ব্যাপারে জানতে এমপি অসীম কুমার উকিল ও অপু উকিল তাঁদের কে ফোন করলে কোন সাড়া পাওয়া যায়নি। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গণ জানান, অপু উকিলের নির্দেশেই নৌকার প্রার্থীগণ বিভিন্নভাবে হয়রানি করছে,

গণসংযোগে বাঁধা দিচ্ছে, যেখানেই যাচ্ছি সেখানেই হুমকি দিচ্ছে। তারা আরও বলেন, সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালিত হবে যদি না নৌকার প্রার্থী ও তাদের প্রতিনিধিরা কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না করে। এদিকে অপু উকিলের উদ্দেশ্য করে

বলেন, আমরাও দল করেছি যে-ই দলের বিরুদ্ধে চলে গিয়ে নির্বাচন করছি তখনই তিনি শত্রু মনে করতে শুরু করেছে। দলকে ভালবাসি যেমন তেমনিই এলাকার মানুষদের ভালবাসি তাই এমন ত্যাগ করার টা কি আমাদের অপরাধ? আমরা

শেখ হাসিনার নেতৃত্বেই চলে আসছি, চলবো ও। অপু উকিলও শ্রদ্ধার পাত্র ছিলেন যা অস্বীকার করা যাবে না।
কিন্তু উনি যেভাবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের হুমকিস্বরূপ প্রভাব ফেলছেন তাতে আমরা অভিযোগ করতে বাধ্য হয়েছি।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ