কুড়িগ্রামে ভয়াবহ অ‌গ্নিকান্ডে ৪ টি বসতঘর পু‌ড়ে ছাই

কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নি‌ধিঃ

৮৬

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি বসতঘর পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। এ‌তে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শ‌নিবার দুপু‌রে উপজেলার দূর্গাপুর ইউনিয়নে সরদারপাড়া গ্রামের দিনমজুর অ‌নিল কুমার বর্ম‌নের বসত ঘ‌রে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প‌রে মহু‌র্তেই পুত্র নি‌দেশ চন্দ্র বর্মন, লক্ষন চন্দ্র বর্মন ও কন‌্যা দুলালী বর্মনীর ঘ‌রে আগুন লে‌গে পু‌ড়ে ছাই হ‌য়ে যায়।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দূর্গাপুর ইউ‌পি চেয়ারম‌্যান আ‌বেদ আলী সরকার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.