শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeরাজনীতিসুনামগঞ্জে ১০ ইপি নির্বাচন: নৌকা ৪,বিএনপি ২, বিদ্রোহী ৩, জামায়াত ১

সুনামগঞ্জে ১০ ইপি নির্বাচন: নৌকা ৪,বিএনপি ২, বিদ্রোহী ৩, জামায়াত ১

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫১জন প্রার্থী লড়াই করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগ সমর্থতিত ৪জন, বিএনপির ২জন, বিদ্রোহী ৩জন ও জামায়াতের ১জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।

তবে ১টি কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ প্রার্থী বিল্লাল আহমদ নৌকা প্রতীক নিয়ে ৩য় বারের মতো জয় লাভ করেছেন।

এছাড়াও নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী কালারুকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অদুদ আলম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে গয়াছ আহমদ ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সুন্দর আলী নির্বাচিত হয়েছে।

অন্যদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জাউয়া বাজার ইউনিয়নে বর্তমান মেম্মার আব্দুল হক, ছাতক সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও দক্ষিণ খুরমা ইউনিয়নের আবু বকর নির্বাচিত হয়েছেন।

আর ইসলামপুর ইউনিয়নের জামায়াত প্রার্থী এডভোকেট সুফী আলম ও ছরমহল্লা ইউনিয়নে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত, দোলারবাজার ইউনিয়নের বিএনপি প্রার্থী নুরুল আলম নির্বাচিত হয়েছেন।

সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সব কয়েকটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়। কিন্তু বিকাল ৩টায় উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী

আশরাফুল আলম ও দলীয় মনোনীত নৌকা প্রার্থী অদুদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এঘটনায় উভয়পক্ষের ১০জন আহত হয়েছে জানাগেছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আজাদ সাংবাদিকদের বলেন, কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষ শুরু হওয়ার পর ভোট দেওয়া বন্ধ করে দেই। পরে কি হয়েছে তা আমি বলতে পারবনা।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ