বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস আর্চারিতে স্বর্ণ জয় করেছেন কুড়িগ্রাম জেলার উলিপুরের অসীম অসীম কুমার দাস। মঙ্গলবার টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুরুষ একক ফাইনালে ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়ে স্বর্ণ পদক আদায় করেন অসীম কুমার।
শৈশবকাল থেকে তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন অসীম কুমার দাস।সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল এলাকার অনাদী চন্দ্র দাসের পুত্র।অসীম শুরুতে ইন্ডিয়ান ধনুক কিনে বাড়িতেই প্রাকটিস করেন।এরপর নিজেই বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাথে যোগাযোগ করে সেখানেই খেলতে শুরু করেন। ২০১৫ সালের আগষ্ট মাসে ‘তীরন্দাজ সংসদ’ নামে একটি ক্লাবের ডাক পান অসীম।এরপর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক বিজয় ছিনিয়ে এনেছেন তিনি।
অসীম কুমার দাস বলেন, আগামী জুনে বসার কথা আর্চারি বিশ্বকাপ। তার আগে চলতি মাসেই বাংলাদেশ দলের ট্রায়াল হওয়ার কথা রয়েছে।১৪ তারিখে আমাদের বিশ্বকাপ ট্রায়াল শুরু। নিজ জেলা কুড়িগ্রামসহ দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে বিশ্বকাপ খেলায় ভালো করতে পারি।