বশির আলম, এলাকায় ত্রাসের রাজত্ব্য গার্মেন্টস ব্যবসা নিয়ন্ত্রন নিতে দলীয় কোন্দলনকে কেন্দ্র করে বুধবার দুপুরে গাজীপুর মহানগরে ৩৬নং ওয়ার্ডে কাথোরা এলাকায় যুবলীগ নেতা রুবেলের
বাড়িতে একদল সন্ত্রাসী আগ্নেঅস্ত্র ও দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া প্রায় দেড় থেকে দুইশত সন্ত্রাসী বাহিনী ব্যাপক ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণঅলঙ্কার লুটপাট করে। এসময় এলাকাবাসী থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসার সংবাদ শুনে হামলাকারীরা দ্রুত ত্যাগ করে
। যাওয়ার সময় আশপাশে ৫/৭ টি বাড়িতে ভাংচুর করে। বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায় রুবেল এলাকায় সাবেক ছাত্রলীগ বর্তমানে যুবলীগের একজন কর্মী।
তার পরিচালনায় গার্মেন্টসের ব্যবসা থেকে বেদখল করার জন্য ও তাকে মেরে ফেলার হুমকিতে এই হামলা চালায় বলে ভুক্তভোগী পরিবার জানায়।
এসময় এলাকাবাসীরা বলেন, পাশর্^বর্তী ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর মামুন মন্ডলের লোকজন এই হামলা চালিয়েছে বলে জানান।
এই ঘটনায় এলাকার সাধারন মানুষ আইন শৃঙ্খলা বাহিনী ও গাজীপুর- ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সুদৃষ্টি কামনা করেন।
তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী জানান। ভুক্তোভোগী পরিবার জানান, ফরহাদ, সোহাগ, নাবিল, হামিদুল, রুবেল, সোহরাব সহ প্রায় দেড়শতাধিক লোকজন এসে এই হামলা চালায়। এরা সবাই
মামুন মন্ডলের লোক। এই ঘটনায় গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি।