রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসুনামগঞ্জে জাল ভোট দেওয়ার সময় ২ যুবক গ্রেফতার

সুনামগঞ্জে জাল ভোট দেওয়ার সময় ২ যুবক গ্রেফতার

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জে জাল ভোটে দেওয়ার সময় ২ যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গ্রেফতারকৃত যুবকরা হলো- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর-বাগগাঁও গ্রামের জিয়া রহমানের ছেলে নাইম হোসেন (২০) ও একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে কামরুজ্জামান (২২)।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ২জনকে সিরাজপুর-বাগগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- সারাদেশের ন্যায় আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিশ^ম্ভরপুর উপজেলায় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।

দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর-বাগগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নাইম হোসেন ও কামরুজ্জামান নামের ২ যুবক জাল ভোট দিতে আসলে কর্তব্যরত পুলিং এজেন্টের সন্দেহ হয়।

পরে এঘটনাটি ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে, তিনি যাচাই বাচাই করে ঘটনার সত্যতা পাওয়ার পর ওই ২ যুবককে গ্রেফতার করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন- জাল ভোট দিতে আসা ২ যুবককে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ