বশির আলম সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ জানুয়ারী) বাদ জোহর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পির কেন্দ্রীয় সদস্য সাবেক মন্ত্রী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার। তিনি এমএ মান্নানের আরোগ্য কামনা করে বলেন, মহান দয়াময় আল্লাহ পাকের দয়া ও
রহমতই আমাদের একমাত্র কামনা। তাঁর দয়া ও রহমত ছাড়া আমাদের এক মূহুর্তও সুস্থ থাকা বা বেঁচে থাকা সম্ভব নয়। আজ আমরা দুনিয়ার প্রেমে হাবুডুবু খেয়ে আল্লাহকে ভুলে রয়েছি। আমাদের উচিৎ পরকালের শাস্তির ভয়ে বেশি বেশি করে ভালো কাজের প্রতি উৎসাহী হওয়া। তিনি আরো
বলেন, অধ্যাপক এম এ মান্নান আমার সমসাময়িক রাজনীতিবিদ। আজ তিনি খুবই অসুস্থ, তাঁর জন্য সবাই মন খুলে দোয়া করা উচিৎ। গাজীপুর মহানগর বি এন পির আহবায়ক জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও বি এন পি নেতা
প্রভাষক মোঃ বশির উদ্দিনের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি আরো বলেন, সরকারের বিরুদ্ধে দোয়া মাহফিলে কিছু বলতে চাই না কিন্তু উচিৎ কথা বললে যদি সরকারের বিরুদ্ধে যায়, তাহলে তো করার কিছু নেই। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার
বলেন, অধ্যাপক এম এ মান্নান ও আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার কখনও পাশাপাশি রাজনীতি করতে পারেন নি। তাঁরা একে অপরের ঘোর বিরোধী ছিলেন। অথচ মান্নান স্যারের ক্লান্তিলগ্নে হাসান উদ্দিন সরকারই সবার আগে এগিয়ে এসেছেন। এটা আমাদের জন্য দৃষ্টান্ত।
রাজনীতিতে এমনটাই হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বি এন পির সদস্য সচিব বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন। তিনি বলেন, দেশের ও দলের এই ক্লান্তি কালে আমাদের সকলকে সমস্ত দ্বন্দ্ব, হিংসা ভেদাভেদ ভুলে
ঐক্য বদ্ধ হওয়া উচিত। আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বি এন পির ১নং যুগ্ম আহবায়ক, সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পদক প্রাপ্ত মোঃ শওকত হোসেন সরকার, মীর হালিমুজ্জামান, রাকিব উদ্দিন সরকার, মাহবুবুল আলম শুক্কুর, হান্নান মিয়া, সাবেক কমিশনার মোঃ আবুল
হোসেন, আব্দুস সালাম, আহমদ আলী রুশদী, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, শেখ সুমনসহ মহানগর ও থানা বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ কারুজ্জামান। দোয়ায় সাবেক প্রধান মন্ত্রী বি
এন পি নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতা নেত্রীর জন্য দোয়া করা হয়। এতে গাজীপুর মহানগর বি এন পি ও অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীসহ এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্র ও উলামায়ে কেরাম অংশ গ্রহন করেছে।