মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeপাঠকের কলামকুড়িগ্রামে বাল্য বিবাহের হার কমিয়ে আনতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে বাল্য বিবাহের হার কমিয়ে আনতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে জেলা প্রশাসন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্থানীয় সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে

তাসনিম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পরিচালক – গার্লস রাইট্স হাব এর পরিচালক কাশফিয়া

ফিরোজ এবং আরডিআরএস বাংলাদেশ এর হেড অব এডমিনিসন্ট্রেশন এন্ড জেনারেল সার্ভিস নজরুল গনি।

সেমিনারে জানানো হয়, জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গত ৫ বছরে কুড়িগ্রামে ১৫ বছরের নিচে বাল্যবিবাহের হার কমেছে ১১ শতাংশ। এ কার্যক্রম অব্যাহত থাকলে

ভবিষ্যতে জেলায় বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা কর্মকর্তাদের।
অনুষ্ঠানে বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো এবং বাল্যবিবাহমুক্ত জেলা গঠনে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। #

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ