বশিরআলম গাজীপুর সিটি বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মী মো. বাহার বলেন, ‘আমরা বেলা ২টার দিকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি। আজকের মধ্যেই বর্জ্য অপসারণের কাজ শেষ করে ফেলব।’
গাজীপুর সিটি কর্পোরেশন কোরবানির পশুর বর্জ্য অপসারণ গতকাল রোববার দুপুরের পর থেকে শুরু হয়েছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রোববার বেলা ২টা থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন।
৫৪ নং ওয়াড বর্জ্য অপসারণ বেলা ২টা থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন বলে ক্রাইম অনুসন্ধা কে জানিয়েছেন।
এখানে কাজ করা বর্জ্য অপসারণ মো. সবুজ বলেন, ‘আমরা বেলা ২টার দিকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি। সোমবারের মধ্যেই বর্জ্য অপসারণের কাজ শেষ করে ফেলব।’
এর আগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম বেলা ২টা থেকে শুরুর কথা জানিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভাড়প্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন মুঠোফোনে সাংবাদিকদের
জানান ২৪ ঘণ্টার মধ্য বর্জ্য অপসারণ করতে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সব বর্জ্য অপসারণে ঈদের দিন বেলা ২টা থেকে কার্যক্রম শুরু করেছে
বর্জ্য অপসারণে সবার সহযোগিতা চেয়ে মেয়র কিরন বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন।’
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে আছেন জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সহযোগিতা পেলে, আমরা আশা করি খুব শিগগিরই সব বর্জ্য অপসারণ করতে পারব।