মোঃ রিপন মিয়া,টানা আট নয় দিনের ঈদের ছুটি শেষে খুলেছে সাভার, আশুলিয়া ও পাশ্ববর্তী ধামরাইয়ের সকল তৈরি পোশাক কারখানাগুলো। শনিবার কারখানা খুললেও শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম।
এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কারখানাগুলোতে নিয়মিত পোশাক তৈরির বিভিন্ন কাজের অর্ডারও কিছুটা কমে গেছে। এছাড়া ইউরোপসহ অন্য দেশগুলোর বায়ারদের কাজের অর্ডার থাকলেও যুক্তরাষ্ট্রের কাজের অর্ডার অনেক কম বলে জানিয়েছেন কারখানার মালিকরা।
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে রয়েছে দেড় হাজারের বেশী পোশাক কারখানা। বাংলাদেশী শ্রমিকদের নিখুত হাতের ছোয়ায় এসব কারখানার তৈরি করা নানান বয়সী মানুষের পোশাক রপ্তানী হয় বিশ্বের নামিদামি অনেক দেশে।
ছুটির পর কারখানার খুলে যাওয়ায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে শিল্পঞ্চল সাভারে। শনিবার ও রবিবার সকাল থেকে শ্রমিকদের দল বেধে কারখানায় প্রবেশ করে ঈদের কুশল বিনিময় করতে দেখা যায়। এর পর শুরু হয় উৎপাদন কার্যক্রম।