রতন মিয়া, নেত্রকোনা সদর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সেরা ১১ জন মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার ( ২৪ জুলাই) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় । তারপর ১১ টায় উপজেলা পরিষদ
মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় সেরা মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পুকুরের পরিমাণ, মাছ চাষের উৎপাদনের পরিমাণ ও চাষপদ্ধতির প্রযুক্তির ব্যবহারের উপর ভিত্তি করে সদর উপজেলার সেরা
মৎস্য চাষীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। তবে উল্লেখ্য, সেরা মৎস্য চাষীদের সবাই ব্যক্তিমালিকাধীন খামার বা পুকুরের পানিতে মাছ চাষ করেছেন। তাদের মধ্যে কেউ সরকারিভাবে ইজারা নেয়া পুকুরের পানিতে মাছ চাষ করেননি।
জেলায় ২০ একরের উপরে ইজারাকৃত জলমহাল ১১৮ টি। এবং ২০ একরের নীচে ইজারাকৃত জলমহাল ২৯৯ টি। মৎস্য অভয়াশ্রম ১৩ টি। এসব জলাশয়ে মৎস্য চাষীদের কেউ মাছ চাষের জন্য পুরস্কার প্রাপ্ত হননি।
এছাড়াও উপজেলা পরিষদের পুকুরে জেলা মৎস্য খামার হতে ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোনা পৌরসভার মেয়র
আলহাজ্ব নজরুল ইসলাম খান , জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত রায়, জেলা মৎস্য অফিসার শাজাহান কবীর, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার প্রমূখ।
সেরা মৎস্য চাষীদের পুরস্কার প্রাপ্তদের মাছ চাষের উপর ভূমিকা সম্পর্কে জানতে চাইলে সদর উপজেলার মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ বলেন, সেরা মৎস্য চাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান ও
বিশেষ তদারকির ফলে চাষীদের পুরষ্কার পাওয়া সম্ভব হয়েছে। তবে তাদের মধ্যে কেউ সরকারিভাবে ইজারাকৃত জলমহালের মৎস্য চাষী নেই একথা ও স্বীকার করেছেন তিনি।