ফ্রি ফায়ার গেম খেলতে বাধা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈঠা দিয়ে মাথায় আঘাত করে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আসাদ খা (৬০)। পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করেছে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহীন আসাদ খার ঘরের পাশে ফ্রি ফায়ার গেম খেলছিলো। এর শব্দে বিরক্ত হয়ে আসাদ খা তাকে খেলা বন্ধ করতে বললে শাহীন দলবল নিয়ে এসে আসাদ খার ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানান।