শুক্রবার, মে ৩, ২০২৪
spot_img
Homeজাতীয়বিকালে সংসদ অধিবেশন, শপথ নিচ্ছেন নতুন ডেপুটি স্পিকার

বিকালে সংসদ অধিবেশন, শপথ নিচ্ছেন নতুন ডেপুটি স্পিকার

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে। রোববার বিকাল ৫টায় অধিবেশন বসবে।অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

করোনাকালে অন্য অধিবেশনের মতো এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। এ অধিবেশনের কার্যদিবস পাঁচদিন হতে পারে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ সেই পদে নতুন কাউকে মনোনয়ন দেওয়া হবে। দিনের কার্যসূচির শুরুতে রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন।

তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন।

পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ