শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়করোনায় আজও ১০০’র বেশি মৃত্যু

করোনায় আজও ১০০’র বেশি মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবারও ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ৮ মার্চ বাংলাদেশে করোনা শনাক্তের পর করোনায় মৃত্যুতে এটিই সর্বোচ্চ রেকর্ড। দ্বিতীয় দিনের মতো আজ শনিবারও করোনায় ১০১ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২ জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তদের সংখ্যা নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ