কুড়িগ্রামে ৯৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে বিশেষ পোশাকে বডিতে ফিটিং করে ফেন্সিডিল পরিবহনের সময় ৯৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে বিশেষ পোশাকের ভিতরে ফিটিং করা মোট ৯৪ বোতল ফেন্সিডিল নিয়ে রজারহাটের ছিনাই এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন (৩৫), ঢাকার

উদ্দেশ্যে যাওয়ার সময় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকা থেকে বডিতে ফিটিং করা ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রামের একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি চতুরতার সাথে বিশেষ পোশাক তৈরি করে তার ভেতর ফেন্সিডিল ফিটিং করে ঢাকায়

পরিবহনের চেষ্টা করছিলো। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.