শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধটঙ্গীতে কিশোর গ্যাং মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ।

টঙ্গীতে কিশোর গ্যাং মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ।

বশির আলম,গাজীপুরের টঙ্গীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রবিউল ইসলাম রনি (২৫)নামে এক পোশাক শ্রমিক কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া আদর্শ পাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় মাদক ব্যবসায়ী ও

কিশোর গ্যাং সদস্য জনি, রাজু, রাব্বি, রনি, পলাশ, রমজান ও জীবনসহ অজ্ঞাত ১০/১৫জনকে গ্রেফতার করার দাবীতে খাঁ পাড়া সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, আদর্শ পাড়া বালুর মাঠ এলাকায় আলমাস গ্রুপের নেতৃত্বে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, মাদক সেবন, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের বিশাল সম্রাজ্য গড়ে তুলে ছিল আলমাস ও তার সহযোগী জনি। তাদের গ্রুপে রয়েছে ৪৫/৫০ জনের উঠতি বয়সী তরুন। এলাকায় জুয়ার আসর

বসিয়ে প্রাকাশ্যে মাদক ব্যবসা করে এই গ্রুপের সদস্যরা। কেউ প্রতিবাদ করলেই তার উপর হামলা চালানো হয়। এলাকাবাসীর অভিযোগ সরকার দলীয় প্রভাবশালী নেতার অনুসারী হওয়ায় নিকটস্থ থানায় একাধিকবার অভিযোগ করা হলেও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আলমাস গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ মামুনের অনুসারী হিসাবে পরিচিত। স্থানীয় নুরানী জামে মসজিদের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন শরিফ জানায়, সন্ধ্যার পর হলেই বড় দেওড়া আদর্শ পাড়া এলাকায় কিশোর গ্যাং লিডার আলমাস বাহিনীর

সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী। রাতে চুরি, ছিনতাই, মেয়েদের ইবটিজিং, মাদক ব্যবসাসহ নানান অপর্কম করে এই বাহিনী। রোববার দুপুরে বড় দেওড়া আদর্শ পাড়া এলাকার আব্দুল ওয়াহাব মৃধার ছেলে রবিউল ইসলাম রনি স্থানীয় একটি পোশাক কারখানা থেকে

খাবারের জন্য বাসার উদ্যেশে রওনা হলে জনি, রাজু, রাব্বি, রনি, পলাশ, রমজান ও জীবনসহ আরো অজ্ঞাত ১০/১৫জন তার গতিরোধ করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে রনিকে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। এলাকাবাসি আহত রনিকে

উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল পরিদর্শন শেষে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজম বিক্ষুব্ধ

এলাকাবাসীকে শান্ত করেন। ঘটনার সাথে জড়িত অপরাধিদের দ্রæত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ