বুধবার, মে ৮, ২০২৪
spot_img
Homeক্যাম্পাসগাছা প্রেসক্লাবের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাছা প্রেসক্লাবের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বশির আলম: গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর রোকেয়া স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার সকালে গাছা প্রেসক্লাবের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাছা থানার ১৪৬টি স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৪শ’ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ

নেয়। গাছা প্রেসক্লাবের শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় দুই ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক টিটু কান্তি কর, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মো. মোসাদ্দিকুর রহমান মূসা। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সিনিয়র

শিক্ষক মো. আরিফ মৃধা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর সদর প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার এমদাদুল হক, গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, রোকেয়া স্মরণি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ৩৫ নম্বর ওয়ার্ড

কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর পদপ্রার্থী মো. মীর ওসমান গণি কাজল, মো. বাবুল হোসেন মন্ডল। পরীক্ষার সার্বিক তত্ত¡বধানে ছিলেন গাছা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ খান। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত

ছিলেন। উল্লেখ্য, গাছা প্রেসক্লাবের শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ১শ’ শিক্ষার্থীকে নগদ টাকা, সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হবে। তাদের মধ্যে ৫০ জনকে ট্যালেন্টপুলে ও ৫০ জনকে সাধারণ গ্রেডে এ বৃত্তির আওতায় আনা হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ