শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামনোয়াখালীতে ডেংগু টেস্টে অতিরিক্ত ফি আদায় ১ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে ডেংগু টেস্টে অতিরিক্ত ফি আদায় ১ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ডেংগু টেস্টের অতিরিক্ত ফি আদায় করায় মাইজদী আধুনিক হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ আগস্ট ) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে জেলার শহর মাইজদী বাজারের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী।

অভিযানে দেখা যায় ডেংগু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও ৭৫০ টাকা আদায় করছে মাইজদী আধুনিক হাসপাতাল। এছাড়া ৪০০ টাকা সিবিসি টেস্ট নিচ্ছে ৭০০ টাকা। পরে অতিরিক্ত ফি আদায়ের দায়ে ভোক্তা

অধিকার আইনে মাইজদী আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি দল।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ