রতন মিয়া নেত্রকোনার মদন পৌরশহরের মগরা নদীতে শ্মশানঘাটে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী তিথিতে মহাস্নান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থী শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাপমুক্ত হওয়ার মানসে এ স্নান
অনুষ্ঠিত হয়।এ বছর এ ঘাটে ২৩ তম স্নানোৎব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল গঙ্গা পূজা, পাপমুক্তির জন্য গঙ্গাস্নান ও অঞ্জলি প্রদান ,পূর্ব পুরুষদের উদ্দেশে পিণ্ডদান, মানসিক আদায়ের জন্য পাঠা, কবুতরসহ বিভিন্ন প্রাণি নদীর জলে অবমুক্তকরণ। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিশু খেলনা
,ফলমুল,চিড়া, মুড়ি,দই বিক্রি হয় । কেউ কেউ পাপমুক্তির জন্য পিতা, মাতার অস্থি বিসর্জন করেন আনুষ্ঠানিক ভাবে। গ্ৰন্থপাঠ করেন অনেকে ভক্তদের মাঝে। আবার বাড়ি থেকে আনা দই,চিড়া, মুড়ি মেখে উপস্থিত ভক্তদের মাঝে বিতরণ করেন। সবকিছু মিলে এক মিলন মেলায় পরিণত হয়।
গঙ্গা পূজা উদযাপন পরিষদের পরিচালক শম্ভূ চক্রবর্তী ও পুরোহিত সুদিন চক্রবর্তী জানান,এইদিনে গঙ্গা পূজা ও স্নানে প্রতি বছর এলাকার সনাতন ধর্মের নারী পুরুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এবার ও তাই হয়েছে। মদন শ্মশান ঘাট ও অষ্টমী স্নান আয়োজন কমিটির সভাপতি প্রার্থনাথ বৈশ্য
সজল জানান, প্রতি বছরের মতো এবারও মগরা নদীর শ্মশান ঘাটে অষ্টমী তিথি উপলক্ষে সনাতন হিন্দু সম্প্রদায়ের স্নান অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।