রবিবার, জুলাই ৭, ২০২৪
spot_img
Homeজাতীয়শেরপুরে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি: শেরপুরে প্রকৌশলী ও ঠিকাদারের আঁতাতে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রবিবার (২ জুন) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী পাঁচ রাস্তার মোড় এলাকায় বাজিতখিলা এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বাজিতখিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসাইন,সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ চিবিৎসক জহুরুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা

বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার বাজিতখিলা বাজার হতে গাজীরখামার বাজার পর্যন্ত সংযোগ সড়কের বাজিতখিলা বাজার হতে খরখরিয়া বাজার

পর্যন্ত সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশের নির্মাণ কাজ চলছে। কাজটির নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স আক্রাম এন্টারপ্রাইজ। কিন্তু নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে নিম্নমানের বিটুমিন ও নির্মাণ সামগ্রী দিয়ে কার্পেটিং করা

হচ্ছে। ফলে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কের কার্পেটিং ওঠে যাচ্ছে।এতে এলাকাবাসী সড়ক যোগাযোগ উন্নয়নের কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে আঁতাতের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান

নিম্নমানের কাজ করছে বলে দাবি করেন বক্তারা।এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বিভিন্ন কাজের। মানববন্ধনে নিম্নমানের সামগ্রীর পরিবর্তে দরপত্রে উল্লেখিত যথাযথমানের নির্মাণ সামগ্রী দিয়ে

সড়কটির কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান বক্তারা।অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. আকরাম হোসেন বলেন,দরপত্র অনুযায়ী ল্যাবে পরীক্ষিত নির্মাণসামগ্রী ও উপকরণ দিয়ে সড়কটির নির্মাণ

কাজ করা হচ্ছে। একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করেছিল।তাঁদের দাবি পূরণ না করায় তাঁরা ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপ-প্রচারের মাধ্যমে তাঁর সুনাম ক্ষুণ্ন করছেন বলে দাবি করেন তিনি।এ বিষয়ে এলজিইডি, শেরপুরের

নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঠিকাদারের সঙ্গে আঁতাতের প্রশ্নই ওঠেনা।যথাযথভাবে তদারকির মাধ্যমে সড়কটির নির্মাণ কাজ করা হচ্ছে। তথাপি নির্মাণ কাজে কোন ত্রুটি থাকলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ