বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪
spot_img
Homeসারাদেশময়মনসিংহশেরপুরের ঝিনাইগাতীর এসিল্যান্ডের সাফলতার ২ বছর

শেরপুরের ঝিনাইগাতীর এসিল্যান্ডের সাফলতার ২ বছর

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর তাঁর উপর অর্পিত দ্বায়িত্ব পালনে গেলো ১ বছর ৮ মাসে অসাধারণ সাফল্য দেখিয়েছেন।তিনি

এসিল্যান্ড হিসেবে সাধারণ জনগণের সহযোগিতা প্রদানের পাশাপাশি সরকারি স্বার্থ রক্ষা,অপরাধ দমনে মোবাইল কোর্ট এবং ঝিনাইগাতী উপজেলার ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন খাতে প্রশংসা কুরিয়েছে।

ঝিনাইগাতী উপজেলা সহকারি কমিশনার কার্যালয় সুত্রে জানা গেছে,তিনি সরকারী স্বার্থ রক্ষায় ভূমি উন্নয়ন কর আদায় করেন ২কোটি ২৮ লক্ষ টাকা, নামজারির ডিসিয়ার ফি বাবদ আদায় করেন ৭০ লক্ষ টাকা,২০ একর

খাস জমি এবং ১২ একর অর্পিত সম্পত্তি উদ্ধার ও ১৯ লক্ষ টাকা অর্পিত লীজ মানি আদায়,মোবাইল কোর্টের মাধ্যমে ৯১ টি মামলায় ১০ লক্ষ টাকা আদায় করাসহ ১৪ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে

কারাদন্ড প্রদান করেছেন।সব মিলিয়ে তিনি গেলো ১ বছর ৮ মাসে বিভিন্ন খাত থেকে ৩ কোটি ২৭ লক্ষ টাকা রাজস্ব্য খাতে জমা দেয়, ৩২ একর সরকারি খাস জমি উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে ৯১টি মামলা প্রদান করেন।

যাহা বিগত অন্যান্য সময়ের চেয়ে নজিরবিহীন।তাঁর এই নজিরবিহীন অর্জন বিষয়ে তাঁহার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান,”আমার এই অর্জনের পিছনে ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণের

আন্তরিকতা ও সহযোগিতার জন্যেই সম্ভব হয়েছে।এই অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি সকলের সহযোগিতায় পেরেছি। যে কারণে আমি উপজেলাবাসীদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

” উল্লেখ্য যে, সহকারি কমিশনার (ভূমি) মো.আশরাফুল কবীর পদোন্নতি পেয়ে বদলি হয়ে নেত্রকোনা জেলা সদরে যোগদান করবেন বলে জানা গেছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ